সন্ধ্যার পর নারী কর্মীতে কেন্দ্রীয় ব্যাংকের ‘আপত্তি’
নির্ধারিত সময়ের পর কোনো কর্মীকে বিশেষ করে নারী কর্মীকে ব্যাংকে অবস্থানে বাধ্য করা যাবে না। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক রূপ রতন পাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি সব তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ব্যাংকিং সময়সূচির পর কার্যদিবস শেষে কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে নারী কর্মীকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা হচ্ছে। তা ছাড়া তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে চাকরি ইস্তফা, অযৌক্তিক বরখাস্তকরণ কিংবা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তিতে হয়রানিসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে। ফলে বিভিন্ন রকমের জটিলতার উদ্ভব হচ্ছে, যা সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থানার ক্ষেত্রে অন্তরায়।
এ জন্য ব্যাংকিং সময়সূচির পর অর্থাৎ সন্ধ্যা ৬টায় কার্যদিবস শেষে কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে নারী কর্মীকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা যাবে না। বিশেষ অফিশিয়াল প্রয়োজনে যদি কোনো নারী কর্মী ব্যাংকিং সময়সূচির পরও ব্যাংকে অবস্থান করে, তবে তাকে উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ব্যাংকের পক্ষ থেকে ঢালাওভাবে কর্মকর্তা বা কর্মচারী ছাঁটাই রদ করতে হবে। নিয়োগকালে পেশাদারত্বের সাথে প্রার্থী যাচাই-বাছাই করতে হবে। নিয়োগকৃত কর্মকর্তা বা কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
এ ছাড়া ব্যাংকের কর্মকর্তাদের চাকরি থেকে ইস্তফা, চাকরি থেকে বরখাস্তকরণ কিংবা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম নিয়মাবলি; বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও সময় সময় বাংলাদেশ ব্যাংক প্রদত্ত নির্দেশনার যথাযথ প্রতিফলন ঘটিয়ে ব্যাংকের সার্ভিস রুলস সংশোধন করে তার যথাযথ পরিপালন নিশ্চিত করতে হবে।