ফেসবুক সার্চে যুক্ত হচ্ছে রেস্টুরেন্ট রিভিউ
ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং অনন্য সব ফিচার যোগ করে নতুন এক মাত্রায় পৌঁছে যাচ্ছে ফেসবুক। সে ধারায় এবার ফেসবুক সার্চে যোগ হয়েছে ‘রেস্টুরেন্ট রিভিউ’।
এখন থেকে আপনার পছন্দের রেস্টুরেন্টের নাম লিখে ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন সেই রেস্টুরেন্ট সম্পর্কে বিখ্যাত সব ম্যাগাজিনের রিভিউ!
তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, গত মঙ্গলবার প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে রেস্টুরেস্ট সার্চ রিভিউ অপশন চালু করেছে ফেসবুক। পর্যায়ক্রমে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীরা এই ফিচার উপভোগ করতে পারবেন। সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের সঙ্গে থাকছে জনপ্রিয় সব ম্যাগাজিন ও ট্যাবলয়েডের রিভিউ।
বঁ আপেতি, ইটার, নিউইয়র্ক ম্যাগাজিন, সানফ্রান্সিসকো ক্রনিকল, কোন্ডে নাস্ট ট্রাভেলার—এই পাঁচটি ম্যাগাজিনের সঙ্গে ফেসবুক এরই মধ্যে চুক্তি করেছে। আপনার কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের নাম সার্চ দিলে এখন থেকে ঝটপট হাজির হবে এসব পত্রিকার ক্রিটিক রিভিউ!
মূলত ফেসবুকের রিভিউগুলোতে থাকবে মূল রিভিউয়ের সারসংক্ষেপ। সম্পূর্ণ রিভিউ পড়তে চাইলে খুব সহজেই একজন ব্যবহারকারী রিভিউয়ের সঙ্গে যুক্ত লিংকে ক্লিক করে চলে যেতে পারবেন মূল পত্রিকার ওয়েবসাইটে। কয়েক হাজার রেস্টুরেন্টের রিভিউ এরই মধ্যে প্রকাশ করেছে ফেসবুক। আগামী দিনগুলো এ সংখ্যা বাড়তেই থাকবে।
ফেসবুকে এ মুহূর্তে প্রায় তিন কোটি বিজনেস পেজ রয়েছে। এর মধ্যে বড় একটি অংশ ক্ষুদ্র উদ্যোক্তা।
ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ জানিয়েছেন, ফেসবুক এসব উদ্যোক্তাকে কাঙ্ক্ষিত ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। ফেসবুকে রেস্টুরেন্ট রিভিউ ঠিক এ ধরনের একটি উদ্যোগ।
তবে শুধু পজিটিভ রিভিউ নয়, নেগেটিভ রিভিউয়েরও সুযোগ রয়েছে এখানে। তাই খারাপ সেবা দিয়ে ফেসবুকের কাছ থেকে ভালো রিভিউ আশা করা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। ফেসবুক কর্তৃপক্ষ আশা করছে, সবকিছু মিলিয়ে ব্যবহারকারী এবং রেস্টুরেন্ট মালিক উভয়েই এর মাধ্যমে লাভবান হবেন।