হাওরে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে একস্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটিকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলার চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী গহিন অরণ্য চিমটিবিল এলাকা থেকে জাকারিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেয়েটির মা জানান, তাঁর মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। বুধবার বেলা ১১টার দিকে মেয়ে বাড়ির পাশে তার ভাইয়ের শিকার করা মাছ আনতে যায়। এ সময় আকাশে ঘন মেঘে অন্ধকার হয়ে পড়ে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তখন মেয়েকে ধর্ষণ করে গ্রামের জাকারিয়া। পরে তিনি পালিয়ে যান। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জ ও সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী মেয়েটিকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ নেন।
এ সময় মেয়েটির পরিবারের সদস্যরা সংসদ সদস্যের কাছে অভিযোগ করেন, জাকারিয়ার পরিবার তাঁদের হুমকি দিচ্ছে।
বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, আজ শুক্রবার দুপুরে পুলিশ চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী গহিন অরণ্য চিমটিবিল এলাকা থেকে ধর্ষক জাকারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে মেয়েটির পাশে ছুটে যান হবিগঞ্জের নাগরিক সংগঠন, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন অঙ্গনের নেতারা। তারা ধর্ষণের ঘটনার বিচার দাবি করেন।