পাবনায় রোটারি ক্লাবের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা
রোটারি ক্লাব পাবনার উদ্যোগে আজ শুক্রবার অনুষ্ঠিত হলো ইন্টারেক্ট ক্লাব অব পাবনা এবং ইন্টারেক্ট ক্লাব অব ইছামতির যুবকদের মধ্যে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা।
পাবনা শহরের তাঁতী মার্কেটে রোটারি ক্লাবের কার্যালয়ে ওই বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ইন্টারেক্ট রুহুল আমিন। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মনোয়ার হোসেন জাহেদী। বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট (ইলেক্ট) মবিদুর রহমান সেতু, পাবনা জেলা স্কুলের শিক্ষক হাসান আল মাসুদ, রোটারিয়ান এস এম আলাউদ্দিন পরাগ ও সাংবাদিক এ বি এম ফজলুর রহমান।
বিতর্ক পরিচালনা করেন ইন্টারেক্ট ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট ইন্টারেক্ট রাহাত হোসেন পল্লব, প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন ইন্টারেক্ট ক্লাব অব পাবনার জয়েন্ট সেক্রেটারি ইন্টারেক্ট রায়হান হোসেন পিয়াস।
এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পাবনার জয়েন্ট ট্রেজারার রোটারিয়ান শফিকুল ইসলাম শান্ত, রোটারিয়ান আবদুল মান্নান, রোটারেক্ট ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট জুয়েল রানাসহ ইন্টারেক্ট রোটারেক্ট, রোটারিয়ানরা।
বিতর্ক প্রতিযোগিতায় ইন্টারেক্ট ক্লাব অব পাবনা শ্রেষ্ঠ দল এবং এই দলের আশিকুল হাকিম নিবিড় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।