নবীগঞ্জে চুরির ঘটনায় অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে সিএনজিচালিত একটি অটোরিকশা চুরির প্রতিবাদে আজ শুক্রবার ধর্মঘট পালন করেন শ্রমিকরা। এদিকে ওই চুরির ঘটনায় আজ সালিস হওয়ার কথা থাকলেও তা পণ্ড হয়ে যায়। এ সময় অটোরিকশা শ্রমিক ও সমাজপতিদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
অটোরিকশা শ্রমিকরা জানান, উপজেলার রায়পুর গ্রামের মহসিন মিয়া টাকার বিনিময়ে তাঁর অটোরিকশা নবীগঞ্জের আউশকান্দির হীরাগঞ্জ বাজারের মাদ্রাসা রোডে আবদুল করিম তুতার পার্কিং সেন্টারে রাখেন। গত ১৯ মে সেখান থেকে মহসিনের অটোরিকশা রহস্যজনকভাবে চুরি হয়। ওই অটোরিকশাটি আজ শুক্রবার ফিরিয়ে দেওয়ার কথা ছিল আবদুল করিম তুতার। এ নিয়ে আজ জুমার নামাজের পর আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে সামাজিক বিচার চলে। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, সিএনজি মালিক সমিতির সভাপতি হাজি সানুর আলম, মুরুব্বি সামছুল আলম কনা মাস্টার, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সামাজিক বিচারক ডা. শাহ আবুল খায়ের, অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি খালেদ আহমদ জজ, সাবেক সভাপতি দিলশাদ আহমদ, বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি ফজলুল করিম মিছবাহ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, পার্থ সারথি পাল, ফকির ফজলু মিয়া, আবদুল মুকিত প্রমুখ। সালিস চলার সময়ে হঠাৎ চরম হট্টগোলের সৃষ্টি হলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এ সময় শ্রমিকদের সঙ্গে সালিসকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটে। উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।