মংলা থেকে ট্রলারসহ সাত জেলেকে অপহরণ
মংলার পশুর নদ থেকে দুটি ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। আজ ভোরে নদের জয়মনি এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
জেলে-মহাজন সূত্রে জানা যায় শনিবার ভোরে মাছ ধরার সময় জেলেদের ওপর হামলা চালায় বনদস্যু সুমন বাহিনী। এ সময় দুই দফা হামলা চালিয়ে দস্যুরা মুক্তিপণের দাবিতে দুটি ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় বনদস্যুরা আশপাশে থাকা অন্যান্য মাছের ট্রলারেও লুটপাট চালায়।
অপহৃত জেলেদের বাড়ি মংলার মালগাজী, পাকখালী ও বাগেরহাটের রামপালের উলুবুনিয়া গ্রামে। দস্যুরা ট্রলারপ্রতি ৫০ হাজার ও জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে বলেও জেলে ও মহাজনরা জানিয়েছেন।
এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. কর্নেল আলাউদ্দিন জানান, তিনি জেলে অপহরণের খবর শুনেছেন। কোস্টগার্ডের চাঁদপাই রেঞ্জকে অবহিত করা হয়েছে, অপহৃত জেলেদের উদ্ধার করতে অভিযান পরিচালনা করছেন তাঁরা।