মৌলভীবাজারে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি
আসছে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো, ক্ষেতমজুরদের কর্মসংস্থান, পল্লী রেশনিং ও ইউনিয়ন পর্যায়ে সরকারি ধান ক্রয়কেন্দ্র চালুর দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।
আজ সোমবার দুপুরে মৌলভীবাজার পৌর পার্কের সামনে বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও সমাজতান্ত্রিক কৃষক ক্ষেতমজুর ফ্রন্টের উদ্যোগে ওই মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন সিরাজ উদ্দিন বাদশা, আব্দুল মালিক, নিলিমেষ ঘোষ বুলু, জাদব প্রমুখ।