স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, সংঘর্ষে জড়াল তিন গ্রাম
ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে বখাটের উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে হবিগঞ্জ সদর উপজেলার তিনটি গ্রামের বাসিন্দারা। এ সময় অন্তত ২০ জন আহত হয়।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব পইল, শিয়ালদাড়িয়া ও পাচপাড়িয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক ও সদর থানা পুলিশসহ স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানায়, উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিয়ালদারিয়া ও পাচপাড়িয়া গ্রামের ছাত্রীদেরকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত পূর্ব পইল গ্রামের কিছু বখাটে ছেলে। আজ সকালে শিয়ালদাড়িয়া গ্রামের কয়েক যুবক এর প্রতিবাদ করলে পূর্ব পইল গ্রামের বখাটেরা তাদের ওপর হামলা করে।
এ ঘটনার জের ধরে দুপুরে প্রথমে পূর্ব পইল, শিয়ালদাড়িয়া গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পাচপাড়িয়া গ্রামের বাসিন্দারাও শিয়ালদাড়িয়া গ্রামের পক্ষ হয়ে নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল।