রাজবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড় হিজলি বাজারে আজ বুধবার বিকেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মোহাম্মদ আলী পেঁয়াজের আড়তে শ্রমিকের কাজ করতেন। তাঁর বাড়ি বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামে।
বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদ আলী বড় হিজলী বাজারের একটি পেঁয়াজের আড়তে কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড গরম থাকায় ফ্যান চালানোর জন্য সুইচ বোর্ডে প্লাগ দিতে গেলে অসাবধানতাবশত সেখানে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।