অর্থ পাচার প্রতিরোধে পাঁচ দেশের সাথে বাংলাদেশের সমঝোতা
অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য ৯ ও ১০ জুন বারবাডোজে পাঁচটি দেশের সাথে সমঝোতা চুক্তি (এমইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। সমঝোতা স্মারকে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো- রাশিয়া, পানামা, ফিজি, কিরগিজস্তান ও বারবাডোজ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএফআইইউর চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল এগমন্ট গ্রুপের বার্ষিক কনফারেন্সে অংশগ্রহণকালে স্মারকগুলো স্বাক্ষরিত হয়। এগমন্ট গ্রুপ হলো বিশ্বের ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটগুলোর একটি সংগঠন।
বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউর উপপ্রধান ম. মাহফুজুর রহমান।
স্মারকগুলো স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী দেশের সংখ্যা দাঁড়াল ৩৬। এই সমঝোতার মাধ্যমে ওই দেশগুলোর সাথে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে তথ্য আদান-প্রদান সহজতর হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএফআইইউর যুগ্ম পরিচালক ইয়াসমিন রহমান বুলা, এ কে এম রমিজুল ইসলাম ও উপপরিচালক তরুণ তপন ত্রিপুরা।