সিমেন্ট কারখানায় পাইপ পড়ে শ্রমিকের মৃত্যু
মংলায় ‘দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরি’র চারতলা ভবনের ওপর থেকে লোহার পাইপ পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা অলক পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ হানিফ (৩৮) খুলনার ডুমুরিয়ার চুকনগর এলাকার বাসিন্দা। তিনি মংলার দিগরাজ এলাকায় বসবাস করতেন বলে জানান সহকর্মীরা।
শ্রমিকরা জানান, ভোরে কাজ করার সময় ওপর থেকে লোহার পাইপ হানিফের মাথায় পড়ে। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।