হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিলেট জেলার জৈন্তাপুর এলাকার প্রাইভেটকার চালক শাহ আলম (৩২), সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার মোহাম্মদপুর গ্রামের আবদুল হামিদ (৭০), তাঁর স্ত্রী কুলসুম বেগম (৫০), ছেলে আবদুল কাদির (৩৫) ও নাতনি শারমিন আক্তার (১৪)।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আফসার উদ্দিন জানান, সকালে উপজেলার দেবপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও একই পরিবারের চারজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।
আফসার উদ্দিন আরো জানান, এ ঘটনায় দুই-তিন বছরের এক শিশুও আহত হয়েছে। তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলো শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার জানান, গাড়ি দুটি তাঁদের জিম্মায় রয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।