বরগুনায় ছিনতাই করা ব্র্যাকের টাকা উদ্ধার
বরগুনা সদর উপজেলায় ছিনতাই করা ব্র্যাকের টাকার কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
তাঁরা হলেন উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের রাসেল পহলান (২৫), হেউলিবুনিয়া গ্রামের আরিফ হোসেন রাজীব (২৩) এবং খাকবুনিয়া গ্রামের মো. শহীদ খাঁ। তাঁদের তিনজনের বিরুদ্ধেই সদর থানায় একাধিক মামলা রয়েছে।
আজ বুধবার সকালে জেলা পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, ১১ জুন শিংড়াবুনিয়া গ্রামে ব্র্যাকের বর্গাচাষি উন্নয়ন প্রকল্পের মাঠকর্মী মো. আফরোজ মিয়া কিস্তি আদায় করে দুই লাখ ২০ হাজার টাকা নিয়ে কার্যালয়ে ফিরছিলেন।
এ সময় শিংড়াবুনিয়া গ্রামের শহীদ মীরের বাড়ির কাছে এলে ছিনতাইকারীরা একটি মোটরসাইকেলে এসে আফরোজ মিয়ার ওপর হামলা চালিয়ে সেই টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়।
এসপি বিজয় বসাক জানান, পরে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকৃত এক লাখ ২০ হাজার ৪০০ টাকাসহ তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি মোবাইল সেট, একটি রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।