পুনর্বাসনের দাবিতে বস্তিবাসীর মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে বস্তিবাসীকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শত শত বস্তিবাসী এ কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রেলওয়ে স্টেশনের উন্নয়নের নামে রেলওয়ে কর্তৃপক্ষ যে উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে তাতে হাজার হাজার ছিন্নমূল মানুষ গৃহহারা হবে, পথে বসবে। আলাদা কলোনি করে বস্তিবাসীকে পুনর্বাসনের দাবি জানান বক্তারা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে একটি স্মারকলিপি দেওয়া হয়।