এনটিভির ইউটিউব চ্যানেল ও জি-প্লাস পেজ ভেরিফাইড
বিশ্বখ্যাত ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব, ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেডের (এনটিভি) অফিশিয়াল ইউটিউব চ্যানেলকে স্বীকৃতি দিয়েছে। একই সাথে গুগলের সামাজিক যোগাযোগের মাধ্যম গুগল প্লাস (জি+) এনটিভির পেজটিকে ভেরিফাইড করেছে ইউটিউব চ্যানেল এবং জি+ পেজটি খোলার মাত্র পাঁচ মাসের মধ্যেই এনটিভিকে এই স্বীকৃতি দিল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল, অনলাইন গণমাধ্যম এবং সংবাদপত্রের মধ্যে একমাত্র এনটিভিই এই স্বীকৃতি পেল।
খবরের পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠান বিশেষ করে নাটক, টেলিফিল্ম, গান, রিয়েলিটি শো, ভ্রমণবিষয়ক অনুষ্ঠান, টকশো দেখা যাবে এনটিভির এই ইউটিউব (youtube.com/c/ntvbd) চ্যানেলে এছাড়া গুগল প্লাস (plus.google.com/+ntvbd) পেজটিতে লাইক দিয়ে পেতে পারেন আপডেট সব খবর- এনটিভির অনলাইনে (www.ntvbd.com) থাকা লিংকে ক্লিক করেও এই চ্যানেল ও পেজে ভিজিট করা যাবে।
বাংলাদেশের অন্যতম সেরা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির পথচলার এক যুগ পূর্ণ হয়েছে। তবে এনটিভি অনলাইনের যাত্রা শুরু হয় এ বছরের ফেব্রুয়ারি মাসে। এর পরই খোলা হয় এনটিভির ইউটিউব চ্যানেল এবং জি প্লাস পেজ।
ইউটিউব ও জি প্লাস বিভিন্ন অঙ্গনের তারকা থেকে শুরু করে বিশেষ ব্যক্তিত্ব, ব্র্যান্ড, ব্যবসা প্রতিষ্ঠান, চলচ্চিত্র-অনুষ্ঠানের চ্যানেলকে ভেরিফাইড স্বীকৃতি দিয়ে থাকে। চ্যানেল বা পেজের পাশে দেখা যায়, ঠিক চিহ্নসংবলিত বিশেষ ব্যাজ। এ থেকে বোঝা যায়, চ্যানেল বা পেজটির প্রকৃত স্বত্বাধিকারীর মাধ্যমেই এটি পরিচালিত হচ্ছে। নিশ্চিত হওয়া যায় যে, পেজটি ভুয়া বা নকল নয়।
এর আগে এনটিভির অফিশিয়াল ফেসবুক পেজকে (facebook.com/ntvdigital) ভেরিফাইড করে বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। পেজটি খোলার মাত্র চার মাসেই এনটিভিকে দিয়েছে এই স্বীকৃতি। স্বল্প সময়ে এই ভেরিফাইড পাতায় অনুসারী হয়েছেন প্রায় চার লাখ মানুষ। ১৬ জুন এনটিভির এই ‘ভেরিফাইড পেজের’ স্বীকৃতি দেয় ফেসবুক।