ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে সদর উপজেলার চণ্ডালহিল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহাম্মেদ বিজিবি ও পুলিশ নিয়ে ওই আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধ বিতরণ লাইনের জন্য ব্যবহৃত দুই ইঞ্চি ব্যাসার্ধের প্রায় ১০০ ফুট লোহার পাইপ মাটির নিচ থেকে জব্দ করা হয়।
এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করেননি ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী (সেবা) মো. আবু জাফর ও সহকারী ব্যবস্থাপক এস এম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
বাখরাবাদ গ্যাস কোম্পানির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজসে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এতে সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহাম্মেদ এনটিভি অনলাইনকে জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।