সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় ঈশ্বরদীর আমবাগান
পাবনার ঈশ্বরদী পৌর এলাকার বাজারসংলগ্ন প্রাণকেন্দ্রের অবহেলিত মহল্লা আমবগান। এখানে সামান্য বৃষ্টি হলেই খেলার মাঠ, রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। পানি ঢুকে নষ্ট হয়ে যায় ঘরের আসবাব। ভুক্তভোগীরা অভিযোগ করেন, পৌরসভার মেয়র, কাউন্সিলরদের অবহেলায় এমনটা হচ্ছে।
শুক্রবার সকালে সামান্য বৃষ্টিতেই ঈশ্বরদী পৌর শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। মাঠটি দেখে মনে হবে এটি একটি জলাশয় বা দীঘি। মাঠ তলিয়ে যাওয়ায় দুরন্ত ছেলেরা সেখানে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে।
আমবাগানের স্থায়ী বাসিন্দা আবদুস সামাদ, শাহাবুদ্দিন, আবদুর রাজ্জাক ও জুলেখা বেগম বলেন, আমবাগানের প্রায় প্রতিটি বাড়ির পৌরকর পরিশোধ রয়েছে। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরেও তাঁরা পৌর নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের এলাকার পয়োনিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, খেলার মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। নিয়মিত ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীদের নাক-মুখ হাত দিয়ে চেপে চলাচল করতে হয়। বৃষ্টির পানিতে ডাস্টবিনের ময়লা-আবর্জনা রাস্তায় ভাসতে থাকে। প্রায় রাতে আমবাগানে পৌরসভার সড়ক বাতিগুলো জ্বলে না। এসব থেকে পরিত্রাণ চান তাঁরা।
এ ব্যাপারে ঈশ্বরদী পৌরসভার মেয়র মোখলেসুর রহমান মিন্টু বলেন, ঈশ্বরদী প্রথম শ্রেণির পৌরসভা। গত বছর বিভিন্ন স্থানে কাজ হয়েছে। আমবাগান এলাকার পয়োনিষ্কাশন সমস্যা নিরসনে দরপত্র আহ্বান করা হয়েছে। জুলাই মাসে কাজ শুরু হলে আর সমস্যা থাকবে না।