রাশিফল
মিথুন পাবেন প্রশংসা, কুম্ভের সাফল্য
আজ ১৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, ২৭ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ১৪৩৬ হিজরি, ৯ রমজান, তিথি অষ্টমী। আজ সূর্যোদয় ৫টা ২৬ মিনিট এবং সূর্যাস্ত ৬টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার সংখ্যা # ২ # অধিপতি গ্রহ-চন্দ্র, বৈশিষ্ট্য পানি (বিপ্রর্বণ) সম (চর) তুঙ্গস্থান বৃষ, নিচস্থান বৃশ্চিক। প্রিয় মাস জ্যৈষ্ঠ ও শ্রাবণ, শুভবার সোমবার। শুভ সংখ্যা-২, ১১ ও ২০, শুভ রং সাদা হালকা গোলাপি। শুভ ধাতু রুপা, ধারণীয় মূল-ক্ষীরিকা মূল, শুভ রত্ন : মুনস্টোন/চন্দ্রকান্তি মণি-হীরা। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৪/১২, পরে ৬/৫২ মধ্যে। এবার দেখুন, আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
আজ আপনার পাওনা টাকা পেতে পারেন। প্রেমের ঝড়ো হাওয়া আজ কারো কারো মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ। কিন্তু রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিকের মন আজ তার সঠিক ঠিকানা খুঁজে পেতে পারে। সবকিছু মিলিয়ে দিনটি আপনার শুভ।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
আজকের দিনটি মিডিয়াকর্মীদের কেউ কেউ চমকপ্রদ তথ্য পরিবেশনের জন্য প্রশংসিত হবেন। আজ কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
কোনো ব্যাপারে আজ বিব্রত হতে পারেন। অর্থনাশ, কলহ এ ধরনের আশঙ্কা আছে। তবে এই বিব্রত হওয়া মানে বিপাকে পড়া নয়। একটু অপেক্ষা করুন, দিনের শেষে সমাধান হবে।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
আজ আপনার বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আজ বন্ধুদের সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকতে পারে। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় কোনো ধরনের অগ্রগতি হতে পাবে। দূরের যাত্রা শুভ।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর খুব একটা ভালো যাবে না। কোনো রোগ সমস্যায় ভুগতে পারেন। তবে আর্থিক ও ব্যবসায়িক ভালো যেতে পারে।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অকারণে ব্যয় হতে পারে। প্রবাসে যোগাযোগ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি শুরুতে শত্রু বৃদ্ধি, ব্যাধি, চিন্তা—এ জাতীয় ফল নির্দেশ করে। আপনার উচিত রিপুকে সংযত করার চেষ্টা করুন। যেকোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রেম-প্রীতির জন্য দিনটি শুভ, বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনো পুরোনো আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিতে সম্মান সৎ মিত্র প্রাপ্তি। নতুন কাজে সাফল্য এবং নতুন বস্ত্র লাভ। বিলাসিতা বাড়বে, গৃহনির্মাণ শুভ।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পারিবারিক প্রসন্নতা, রোগ মুক্তি, শিক্ষায় সফলতা, সন্তান নিয়ে চিন্তা, দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করবেন।
একটি ভুল সিদ্ধান্ত যেমন জীবনকে এলোমেলো করে দিতে পারে, তেমনি একটি সঠিক সিদ্ধান্ত জীবনকে অনেক অর্থবহ ও সুন্দর করে তুলতে পারে।