পাবনায় সাংবাদিকদের সম্মানে পুলিশ সুপারের ইফতার
পাবনার সাংবাদিক ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের সম্মানে নবাগত পুলিশ সুপার মো. আলমগীর কবীর আজ রোববার পুলিশ লাইনস মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পাবনার পুলিশ সুপার মো. আলমগীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ও মো. ছিদ্দিকুর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক রণেশ মৈত্র, প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক এম আনোয়ারুল হক, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক, দৈনিক জোড়বাংলা ও বিটিভি প্রতিনিধি আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট এ বি এম ফজলুর রহমান, সাবেক সম্পাদক মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান উৎপল মির্জা, সাবেক সহসভাপতি, দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সহসভাপতি মুরশাদ সুবহানী, স্থানীয় পত্রিকার সম্পাদক, জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক ও সর্বস্তরের সাংবাদিকরা এই ইফতারে অংশ নেন।