মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা
নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০১৫-১৬ অর্থবছরে মৌলভীবাজার পৌরসভার ৬০ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার ৭৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এক জনাকীর্ণ সুধী সমাবেশে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন।
মেয়র ফয়জুল করিম বলেন, ‘পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।’
বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, পৌর কাউন্সিলর নাহিদ হোসেন, স্বাগত কিশোর দাস চৌধুরী, সাবেক কাউন্সিলর সৈয়দ হেদায়াত উল্লাহ বেলাল প্রমুখ।
বাজেট ঘোষণার সময় প্যানেল মেয়র, পৌর কাউন্সিলর, সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠান শেষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।