ঢালারচরে এক রাতে পাঁচ বাড়িতে ডাকাতি
পাবনার বেড়া উপজেলার ঢালারচরে এক রাতে পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনের সেটসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতদের হামলায় তিন নারী গুরুতর আহত হন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫-২৬ জনের মুখোশ পরা একটি সংঘবদ্ধ ডাকাতদল ঢালারচর এলাকার মহিষাখোলা গ্রামের মুকুল শেখ, বকুল শেখ, আঞ্জু খাঁ, ঠাণ্টু খাঁ ও মতিন সরদারের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির নারী ও শিশুদের জিম্মি করে ৮-৯ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা, ১৪-১৫টি মুঠোফোনের সেট, চারটি টেলিভিশনসহ মূল্যবান আসবাব লুট করে নিয়ে যায়।
এ সময় ডাকাতদের হামলায় ঠাণ্টুর স্ত্রী গোলাপি বেগম (৩২), মতিনের স্ত্রী সালমা খাতুন (৩০), আজিজলের স্ত্রী হাজেরা বেগম (৬০) গুরুতর আহত হন। যাওয়ার সময় ডাকাতদল তিনটি ফাঁকা গুলি ছুড়ে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে আমিনপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিত্যক্ত অবস্থায় দুটি গুলি উদ্ধার করে।
এর আগে ২৬ জুন ভোর রাতে ঢালারচরের পাশের যদুপুর গ্রামে পাষাণ সরদারের বাড়িতে এবং ১৯ জুন আরব আলী শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই দুই বাড়ি থেকেও স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনের সেটসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
মাত্র ১০ দিনের ব্যবধানে সাত বাড়িতে ডাকাতির ঘটনায় ঢালারচরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।