স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সাজা
পাবনায় যৌতুকের কারণে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাবনার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিচারক গাজী রহমান আজ রোববার দুপুরে এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত রাজিব মণ্ডল (২৮) সদর উপজেলার বউবাজার গ্রামের বাসিন্দা।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সামাদ খান রতন জানান, ২০১০ সালের শুরুর দিকে রাজিবের সাথে একই উপজেলার দুবলিয়া পশ্চিমপাড়ার ওসমান আলীর মেয়ে সোনিয়া খাতুনের (২৪) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রাজিব স্ত্রীকে নির্যাতন করে আসছিল। একপর্যায়ে ২০১২ সালের ১০ ডিসেম্বর স্ত্রী সোনিয়াকে শ্বাসরোধে হত্যার পর ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখেন।
এ ঘটনায় পরের দিন রাজিবকে আসামি করে সোনিয়ার বাবা ওসমান আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রাজীবকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন তৌফিক ইমাম খান।