ব্ল্যাকবেরির প্রথম অ্যানড্রয়েড ফোনের ছবি ফাঁস
প্রথমবারের মতো অ্যানড্রয়েড অপারেটিংয়ে চালিত স্মার্টফোন নিয়ে আসছে মোবাইল নির্মাতা কানাডীয় প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। এ খবর এক মাসেরও বেশি পুরনো।
নতুন খবর হচ্ছে সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে একটি ব্ল্যাকবেরি স্মার্টফোনের ছবি। এবং ধারণা করা হচ্ছে এটাই ব্ল্যাকবেরির প্রথম অ্যানড্রয়েড চালিত ফোনের ছবি।
টুইটারে এই ছবি পোস্ট করেছেন ইভান ব্লাস। তথ্যপ্রযুক্তিবিষয়ক নানা গোপন খবর এর আগেও ফাঁস করেছেন তিনি। সেগুলোর বেশির ভাগই সত্য হয়েছে। এজন্য ইভানকে বলা হয় ‘ইভলিকস’।
ব্ল্যাকবেরির এই ফোনের কোড নাম ‘ভেনিস’। একটু খেয়াল করলে বোঝা যাবে, ইভানের ফাঁস করা ছবিটি এর আগে এ বছরের মার্চে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শিত ফোনটির মতোই দেখতে। তবে মেলায় প্রদর্শিত ফোনটির অপারেটিং সিস্টেম ছিল ব্ল্যাকবেরির নিজস্ব বিবি ১০।