কমার্স ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ
চট্টগ্রামে কমার্স ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছেন কিছু গ্রাহক। আজ সোমবার তাঁরা ওই ব্যাংকের শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করে অবিলম্বে তাঁদের টাকা পরিশোধের দাবি জানিয়েছেন।
কমার্স ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সামনে আজ সকালে অবস্থান নেন অভিযোগকারী ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ব্যাংক কর্মকর্তা মইনুদ্দিনের জালিয়াতির কারণে বেশ কিছু গ্রাহকের প্রায় সাত কোটি টাকা আটকে রেখেছে ব্যাংকটি। তাঁরা অবিলম্বে টাকা পরিশোধের দাবি জানান।
পরে ব্যাংকের ব্যবস্থাপক সরওয়ার মো. শহীদুল্লাহ এসে ২৩ জুলাইয়ের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিলে গ্রাহকরা কর্মসূচি স্থগিত করেন।
সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা মইনুদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন।