শিক্ষার ওপর ভ্যাট প্রত্যাখ্যান
বাজেটে উচ্চশিক্ষায় ৭.৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাখ্যান করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ। আজ সোমবার রাজধানীতে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
মানববন্ধনে সংগঠনের নেতা সাথিল ইসলাম বলেন, ‘জাতীয় বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর ৭.৫ শতাংশ ভ্যাট পাস হয়েছে। ওই ভ্যাট সংগ্রহ ১ জুলাই থেকে কার্যকর করা হবে। এতে শিক্ষার্থীদের মাথাপিছু পড়াশোনার ব্যয় বাড়বে ৪০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত।’
সাথিল ইসলাম বলেন, ‘বর্তমানে বাংলাদেশে প্রচুর বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার বেশির ভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত শ্রেণির। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাদে বাকি সব বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীই পড়াশোনার জন্য পারিবারিক জমি বা সম্পত্তি বিক্রি করে থাকেন। এই ভ্যাট আরোপের ফলে এই লাখো শিক্ষার্থীর উচ্চ শিক্ষা হুমকির মুখে পড়েছে।’
ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী ৮ জুলাই বেলা ১২টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দেয় ওই সংগঠন।