ধেয়ে আসছে সুপার টাইফুন, নিরাপদ আশ্রয়ে আট লাখ মানুষ
চীনের পূর্বাঞ্চলের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন চ্যান হোম। আজ সন্ধ্যায় ঝড়টি সাংহাইয়ে আঘাত হানতে পারে বলে জানিয়েছে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি)। এনএমসি আরো জানায়, ১৯৪৯ সালের পর এটা হতে পারে সবচেয়ে শক্তিশালী টাইফুন।
শক্তিশালী এই ঝড়ের প্রভাবে আজ দুপুরে চীনের উপকূলে সমুদ্রের ঢেউ ১০ মিটার (৩৩ ফুট) উঁচুতে পৌঁছেছে। এর আগে ঝড়টি ফিলিপাইন, জাপান এবং তাইওয়ানে আঘাত হেনেছে বলে জানিয়েছে বিবিসি।
টোকিও ব্রডকাস্টিং সিস্টেম জানায়, ঝড়টির আঘাতে গত বৃহস্পতিবার ফিলিপাইনে পাঁচজনের মৃত্যু ও ২০ জনের বেশি লোক আহত হয়। পরদিন শুক্রবার জাপানে ঝড়ের প্রভাবে ঝড়ো বাতাসে গাছপালা উপড়ে যায় এবং বেশ কয়েকটি ভবনের ব্যাপক ক্ষতি হয়। এরপর একই দিনে তাইওয়ানে আঘাত হানে ঝড়টি, এতে চারজন মারা যায়।
চীন কর্তৃপক্ষ টাইফুনের আঘাত হানার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আট লাখ ৬৫ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিয়েছে। ঝড়টি ঝেজিয়াং প্রদেশে আঘাত হানতে পারে। সাংহাইয়ে পৌঁছাবার আগে এটি বন্দরনগরী নিনবোর কাছে হানার হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের প্রভাবে সাংহাইয়ে প্রবল বাতাস ও ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে প্রায় ৪০০ বিমানের যাত্রা বাতিল করা হয়েছে।
এনএমসি জানায়, আজ শনিবার সকাল ৯টায় (গ্রিনিচ মান সময় ০১০০) টাইফুনটি ঝেজিয়াং প্রদেশ থেকে প্রায় ১১৫ কিলোমিটার (৭১ মাইল) দক্ষিণ-পূর্বে পূর্ব চীন সাগরে অবস্থান করছিল। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৭ কিলোমিটার।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ঝড়ের আঘাতের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিপুলসংখ্যক মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রায় ৩০ হাজার মাছ ধরার নৌকাকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে। প্রদেশটির সমুদ্রবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কসংকেত দেখানো হয়েছে।