পোশাকশ্রমিকদের বেতন দিতে বুধবার ব্যাংক খোলা থাকছে
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকাসহ কয়েকটি এলাকার তফসিলি ব্যাংকের শাখাগুলো ১৫ জুলাই (বুধবার) খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঈদুল ফিতরের আগে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবল তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক ১৫ জুলাই খোলা থাকবে।
এ ছাড়া বর্তমানে বিমান, নৌ ও স্থলবন্দরে বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো প্রতি শুক্র ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শনিবার বিশেষ বিবেচনায় খোলা থাকবে।
পবিত্র শবে কদর উপলক্ষে কারণে ১৫ জুলাই ছুটি থাকায় ওই দিন অফিস কাজে যোগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের সম্মানজনক যুক্তিসংগত ভাতা দেওয়ার জন্যও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।