রাজন হত্যা : আশ্রয়দাতা গ্রেপ্তার
সিলেট শহরতলির কুমারগাঁওয়ে চোর সন্দেহে শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৩) পিটিয়ে হত্যার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে ইসমাইল হোসেন আবলুর নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিলেট থানা পুলিশ।
ইসমাইল হোসেন মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে মামলার আসামিদের নিজের বাসায় আশ্রয় দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। আজ সিলেট সদর উপজেলার লামাকাজি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। মেরে ফেলার দৃশ্য ভিডিওতে ধারণ করে ফেসবুকে আপলোড করা হয়। পরে লাশ গুম করার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশে দেয় মুহিত নামের এক ব্যক্তিকে। পরে মুহিতকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করে পুলিশ।
আজ মুহিতের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের মহানগর হাকিমের আদালত-৩-এর বিচারক ফারহানা ইয়াসমিন এ-সংক্রান্ত আদেশ দেন।