রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্লাকে সোমবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর বাবার নাম ইসমাইল হোসেন মোল্লা। তাঁর বাড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল পাড়া গ্রামে।
এলাকাবাসী জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীর হোসেন গোয়ালন্দ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এলে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু ফরিদপুর নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
গোয়ালন্দঘাট থানার ওসি এ কে এম নাসির উল্লাহ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আকাশের বাবার নাম মৃত চান্দু শেখ। তাঁর বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। তবে কী কারণে তাঁকে কুপিয়ে হত্যা করা হলো, এ ব্যাপারে তদন্ত চলছে।