টাঙ্গাইলের যৌনপল্লীতে অগ্নিকাণ্ডে ৩০ ঘর পুড়ে ছাই
টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি ঘর আগুনে পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।
তবে ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।