যশোরে ট্রাকের ধাক্কায় এসআই নিহত
যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় যশোর-খুলনা মহাসড়কে আজ মঙ্গলবার বিকেলে ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। ঝিনাইদহে একটি মামলায় সাক্ষ্য দিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নোনাপাড়ার বাড়িতে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত এসআই গাজী আবদুর রহমান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নোনাপাড়ার আবদুল আজিজ গাজীর ছেলে।
যশোরের বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, এসআই গাজী আবদুর রহমান আজ বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে করে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া-শাখারিগাতি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গনি মিয়া জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটির চালক ও সহকারীকে পুলিশ আটক করেছে।