নিয়োগ দেবে পলমাল গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পলমাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ‘অফিসার’ পদে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
অফিসার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
অফিসার পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে গার্মেন্টস সেক্টরে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর আবেদনের বয়সসীমা ন্যূনতম ২৪ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী হতে হবে।
কর্মস্থল
নারায়ণগঞ্জ।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া মোবাইল ফোন বিল, অভার টাইম অ্যালাউন্স ও উৎসব বোনাস প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা আগামী ৬ নভেম্বর, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস