‘হাড্ডি-মাংস এক করে দেব’, হংকংয়ে বিক্ষোভকারীদের চীন
হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিক্ষোভকারীদের ইঙ্গিত করে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন থেকে হংকংকে আলাদা করার চেষ্টাকারীদের ‘হাড্ডি-মাংস এক করে দেওয়া হবে’।
গতকাল রোববার নেপালে এক রাষ্ট্রীয় সফরকালে শি জিনপিং এমন মন্তব্য করেন। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গতকাল রোববার হংকংয়ের বেশ কয়েকটি স্থানে শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে বিক্ষোভকারীরা। একপর্যায়ে দাঙ্গা পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে।
এ সময় বিক্ষোভকারীরা বেইজিং-সমর্থক মনে করা হয় এমন বেশ কয়েকটি দোকানপাট ও পরিবহন স্টেশন ভাঙচুর করে।
হংকংয়ের বেশ কয়েকটি এলাকায় রোববার সমাবেশ চোখে পড়ে। বিকেল নাগাদ হংকংয়ের কমপক্ষে ২৭টি মেট্রোস্টেশন বন্ধ হয়ে যায়।
হংকং পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ‘ন্যূনতম শক্তি’ প্রয়োগ করা হয়েছে। যদিও টেলিভিশন ফুটেজে দেখা যায়, সংঘর্ষের মধ্যে আটকা পড়েছেন সপ্তাহান্তে কেনাকাটা করতে বেরোনো অনেক সাধারণ নাগরিক।
ভীত-সন্ত্রস্ত এসব ক্রেতাকে চিৎকার করে এদিক-ওদিক দৌড়াতে দেখা যায়। পুলিশের তাড়া খেয়ে অনেক বিক্ষোভকারীও বিভিন্ন শপিং সেন্টারে আশ্রয় নেয়। তখন সেখানে থাকা অনেক ক্রেতা আহত হন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি শপিংমলে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ক্রেতারা একজোট হয়ে দাঙ্গা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তখন প্রতিবাদের মুখে দাঙ্গা পুলিশ সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়।
এদিকে মংকক পুলিশ স্টেশনে পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে বিক্ষোভকারীরা। এতে একজন পুলিশ কর্মকর্তা ঘাড়ে আঘাত পেয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওই কর্মকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। তবে তাঁর শারীরিক অবস্থা সন্তোষজনক বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
এ ছাড়া ছদ্মবেশী পুলিশ সন্দেহে বিক্ষোভকারীরা এক ব্যক্তিকে মারধর করেছে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের দাবি, ওই ব্যক্তির ব্যাগে পুলিশের ব্যবহার করা ব্যাটন পাওয়া গেছে।
বিক্ষোভকারীদের দমন করতে হংকং পুলিশ প্রায়ই ছদ্মবেশে দলে ভিড়ে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে বলে জানা গেছে।
এদিকে হংকংয়ের লায়ন রক নামক বিখ্যাত স্থানে রোববার রাতারাতি একজন আন্দোলনকারীর স্মরণে ৯ ফুট উঁচু মূর্তি স্থাপন করেছে একদল বিক্ষোভকারী।
আন্দোলনের প্রতীকে পরিণত হওয়া লেডি লিবার্টি নামে ওই মূর্তির মুখে রয়েছে মাস্ক, চোখে চশমা, মাথায় হেলমেট আর এক হাতে ছাতা। বিক্ষোভকারী এক নারী পুলিশের ছোড়া অস্ত্রে চোখে আঘাত পান বলে কথিত রয়েছে। ওই নারীর আদলেই মূর্তিটি নির্মাণ করা হয়েছে। মূর্তিটির এক হাতে ধরা কালো ব্যানারে লেখা রয়েছে : ‘আমাদের সময়ের বিপ্লব, হংকং মুক্ত করো।’
এক বিতর্কিত প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে হংকংয়ে গত জুনে শুরু হওয়া বিক্ষোভের পর এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষকে গ্রেপ্তার করেছে চীন-নিয়ন্ত্রিত এই এশীয় অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী।