রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি আটক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আবু ডাক্তার হত্যা মামলার প্রধান আসামি নজরুল ইসলাম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮-এর একটি দল গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালন্দের উজানচর প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে গত সোমবার সন্ধ্যায় উপজেলার দেবগ্রাম স্যাটেলাইট স্কুলমাঠে এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে রেজাউল করিম ওরফে আবু ডাক্তার নিহত হন। এ সময় আরো ১০-১২ জন নিহত হন। ঘটনার পর নিহতের বাবা মো. মোবারক মোল্লা নজরুল ইসলাম মণ্ডলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন।
তারপরই বিশেষ অভিযান চালিয়ে গতকাল নজরুলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার। তিনি আরো জানান, নজরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় দেওয়া হয়েছে।