জেদ্দায় কনসাল জেনারেল বোরহান উদ্দিনকে বিদায় সংবর্ধনা
সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিয়েছে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জেদ্দার শরাফিয়ার একটি হল রুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি ও চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি ও এম ওয়াই আলাউদ্দিন। এতে সংবর্ধিত অতিথি ছিলেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর (শ্রম) মো. আমিনুল ইসলাম, মুজিবুর রহামান, কামরুজ্জামানসহ কনস্যুলেটের অন্য কর্মকর্তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের উপদেষ্টা রুমী সাঈদ, সিনিয়র সহসভাপতি ও বাংলাভিশনের জেদ্দা প্রতিনিধি সোহেল রানা, সাধারণ সম্পাদক এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, সহসভাপতি এটিএন বাংলার মক্কা প্রতিনিধি সাজেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন বকুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি, সাইফুল রাজিব, রঞ্জু আহমেদ, সৈয়দ আহমেদ, মোবারক হোসেন ভূঁইয়া ও আল মামুন শিপন। আরো উপস্থিত ছিলেন কাউসার আব্দুস সালাম, ইকবাল হোসেন প্রধান ও মোহাম্মদ নূর।
বিদায়ী অতিথি কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বলেন, ‘এই ইলেকট্রনিক মিডিয়ার প্রচারণার জন্য আজ জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট বহির্বিশ্বের সঙ্গে পরিচিতি লাভ করেছে। এ ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।’
শেষে কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনকে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।