হাওরে ঢেউয়ে ডুবল ট্রলার, তিন লাশ উদ্ধার
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় হাওরে প্রচণ্ড ঢেউয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবে শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘরদাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বিরাট গ্রামের আতর আলীর ছেলে ইদ্রিছ আলী (৫০), আহাদ মিয়ার মেয়ে আমিনা বেগম (২২) ও সুমন মিয়ার ছয় মাস বয়সী শিশুপুত্র জিহাদ মিয়া ওরফে রুমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা সদর থেকে অর্ধশত লোক নিয়ে ট্রলারটি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মালিকের দরগায় ওরসে যোগদান করতে যাচ্ছিল।
উপজেলার ঘরদাইর এলাকায় পৌঁছার পর হাওরে প্রচণ্ড ঢেউ উঠে। ঢেউয়ে ওরসের যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। তখন আশপাশের নৌকাগুলো এগিয়ে এসে ট্রলারের যাত্রীদের উদ্ধার করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ও মফিজুল ইসলামসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
সেখান থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ৪৩ জনকে। এ সময় আহত জাহাঙ্গীর মিয়া (২৫) ও দুই মাসের শিশু আপন মিয়াকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।