আলোচনার সুযোগ ফুরিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রকে উ. কোরিয়ার বার্তা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের বিষয়ে অগ্রগতির সুযোগ ক্রমেই শেষ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার একজন দায়িত্বশীল কূটনীতিক। পাশাপাশি ওই কূটনীতিক এও বলেছেন, চলতি বছর শেষ হওয়ার আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশা করছে পিয়ংইয়ং। মস্কোয় অনুষ্ঠিত এক সম্মেলনে এসব কথা বলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা দপ্তরের প্রধান জো চোল সু।
জো চোল সু বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে অনেকটা সময় দিয়েছি। এখন আমরা এ বছরের শেষ নাগাদ তাদের কাছ থেকে জবাব পাওয়ার অপেক্ষা করছি।’
‘তবে আমাকে বলতেই হচ্ছে, প্রতিদিন (আলোচনা হওয়ার) সম্ভাবনার দুয়ার একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে,’ যোগ করেন জো চোল সু।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়াসহ অন্যান্য বিদ্বেষী পদক্ষেপ অব্যাহত রেখেছে। ওয়াশিংটনের এসব আচরণ গোটা উপদ্বীপে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে বলেও জো চোল সু মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্স ও ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
২০১৮ সালের জুন মাস থেকে এ পর্যন্ত তিন দফা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। কিন্তু এসব সাক্ষাৎ থেকে বলার মতো কোনো ফল পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে কিম-ট্রাম্প বৈঠকের পর দ্বিপক্ষীয় আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছে, এ কর্মসূচি বন্ধ না করা পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। অন্যদিকে পিয়ংইয়ং বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত দেশটি তার পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করবে না।