মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলা চিকিৎসকের শাস্তি চান কাদের সিদ্দিকী
টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই চিকিৎসকে বরখাস্ত ও শাস্তির দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
মুক্তিযোদ্ধার শাজাহান ভূইয়ার বাড়ি টাঙ্গাইলের রসুলপুর মহেড়া গ্রামে। তাঁর কোমর ও পায়ের জয়েন্টের হাড় ফেটে যাওয়ায় গত ১৭ নভেম্বর চিকিৎসা নিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। গত ২১ নভেম্বর হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সার ভিজিট করতে এসে রোগীর ফাইল দেখেন। এ সময় ফাইলে রাখা শাজাহান ভূইয়ার মুক্তিযোদ্ধার সনদ দেখে বলেন, ‘এই সনদ কী রোগীর চিকিৎসা করবে, না ডাক্তার করবে’ এ কথা বলে সনদটি ছিঁড়ে ফেলে দেন। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
আজ সোমবার সকালে কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা শাজাহানকে দেখতে হাসপাতালে যান। সেখানে অভিযুক্ত চিকিৎসককে না পেয়ে হাসপাতাল তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেন। সেখানে থেকে ফিরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জেলা প্রশাসকের কাছে বিষয়টি তুলে ধরে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে সাংবাদিকদের কাছে কাদের সিদ্দিকী বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’ এ সময় তিনি অবিলম্বে ওই চিকিৎসকের বরখাস্ত, গ্রেপ্তার ও তাঁর সনদ বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. নারায়ণ চন্দ্র। আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ঘটনা সম্পর্কে ডা. মো. শহীদুল্লাহ কায়সারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।