খাগড়াছড়িতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরে পানিতে ডুবে দুই সহোদর ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের স’মিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এরা হলো ওই এলাকার আর্বেন চাকমার মেয়ে অর্নি চাকমা (৭) ও ছেলে অনিয়ন চাকমা (৩)।
আর্বেন চাকমা এনটিভি অনলাইনকে জানান, বিকেল পৌনে ৪টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু দুটি। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির চৌধুরী এনটিভি অনলাইনকে জানান, পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের বুঝিয়ে দিয়েছে।