বরগুনায় বিষপানে দুই মেয়েসহ মায়ের আত্মহত্যা
পারিবারিক কলহের জের ধরে দুই মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছেন এক মা। গতকাল শনিবার সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
urgentPhoto
বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক এনটিভি অনলাইনকে জানান, ঘটনার পর তিনজনকে বরগুনা সদর হাসপাতালে আনা হলে রাত ৯টার দিকে তায়িবা (৩) ও মৌমি (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় দুই শিশুর মা রোজীকে (২৬) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ২টার দিকে রোজীর মৃত্যু হয়।
নিহত দুই শিশুর বাবা রোমান পঞ্চায়েত জানান, শনিবার সন্ধ্যায় তিনি ঘরে ফিরে এসে দরজা বন্ধ দেখতে পান এবং ভেতরে শিশুদের কান্না শুনতে পান। বারবার ডাকার পরও সাড়া না পাওয়ায় বাড়ির অন্য সদস্যসহ জানালা ভেঙে ঘরে ঢুকে দুই শিশু ও স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান। এর পর ভ্যানে করে তিনজনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টার দিকে দুই শিশুর মৃত্যু হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, ঘটনার পর স্বামী রোমান পঞ্চায়েত অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশি নজরদারিতে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোমান সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন।
খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছেন বরগুনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এ ঘটনার তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উপস্থিত সাংবাদিক ও নিহত শিশুর স্বজনদের জানিয়েছেন তিনি।