বরগুনায় কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার ১
বরগুনার আমতলী পৌরসভায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। গতকাল সোমবার রাতে ধর্ষিতার বাবা চারজনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর পরই পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ জানান, গত ৩০ জুলাই কিশোরীকে স্থানীয় মতি মালীর ঘরে আটকে রেখে কয়েকজন ধর্ষণ করেন। গতকাল সদর হাসপাতালে ধর্ষিতার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় জাফর হোসেন (৪০), মতি মালী (৪০), চয়ন মালী (৪০)ও রুহুল (৩৫) নামের চারজনকে আসামি করা হয়। মামলার পর রাতেই জাফরকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।