হত্যার মিছিল বন্ধের আহ্বান অ্যামনেস্টির
ব্লগার নিলয় নীলকে কুপিয়ে হত্যার ঘটনায় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই একটি জোরদার বার্তা দিতে হবে যে ভিন্নমতের কণ্ঠকে লক্ষ্য করে হত্যাকাণ্ড নিন্দনীয় এবং তা বরদাশত করা হবে না।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটির দক্ষিণ এশিয়ার গবেষণা পরিচালক ডেভিড গ্রিফিথস বলেন, ‘এখানেই হত্যার মিছিল বন্ধ করতে হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে, এ ধরনের ঘটনা বিশেষ করে নির্মম এসব হত্যাকাণ্ডের লক্ষ্য হলো মানুষের মনে ভয় বপন করা এবং বাকস্বাধীনতার ওপর এর একটি ভীতিকর প্রভাব রয়েছে।’
ডেভিড গ্রিফিথস আরো বলেন, ‘মতামত দেওয়া এবং সেগুলো স্বাধীনভাবে প্রকাশ করার মূল্য অবশ্যই মৃত্যু দিয়ে শেষ হবে না। এ ধরনের হামলা আর বরদাশত করা হবে না, বিষয়টি বাংলাদেশি কর্তৃপক্ষের স্পষ্ট করার আশু দায়িত্ব রয়েছে।’
বিবৃতিতে অ্যামনেস্টির কর্মকর্তা বলেন, ‘মৃত্যুদণ্ডের আশ্রয় না নিয়ে স্বচ্ছ বিচার কার্যক্রমের মাধ্যমে জড়িতদের ন্যায়বিচারের মুখোমুখি করতে দ্রুত পূর্ণাঙ্গ, কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে।’
চলতি বছর গত ফেব্রুয়ারি থেকে এ নিয়ে চার ব্লগারকে হত্যা করা হলো। নিলয় ছাড়া অন্যরা হলেন অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাস।
সর্বশেষ গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় নিলয়কে নিজ বাসায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।