নীলাদ্রি হত্যার নিন্দা যুক্তরাষ্ট্রের
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কাপুরুষোচিত হত্যার ঘটনার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা (যুক্তরাষ্ট্র) তাঁর পরিবারকে সমবেদনা এবং বাংলাদেশি জনগণের প্রতি সমর্থন জানাচ্ছি। এই জঘন্য হত্যাকাণ্ডের পর সহিংস চরম পন্থা প্রতিরোধে আবারও একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমরা সেসব বাংলাদেশির পক্ষে পাশে আছি যাঁরা এই হীন কাজকে প্রত্যাখান করেছেন এবং বাক স্বাধীনতার ক্ষেত্র রক্ষায় কাজ করছেন।’
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে গতকাল শুক্রবার দুপুরে নিজ বাসায় ঢুকে নীলাদ্রিকে হত্যা করে অজ্ঞাত ব্যক্তিরা। মুক্তমনা ও ইস্টিশন নামের দুটি ব্লগে নিয়মিত লিখতেন তিনি। সম্প্রতি বৌদ্ধ ধর্মে নারীর অধিকার নিয়ে একটি ধারাবাহিক ব্লগ লিখছিলেন তিনি।
নীলাদ্রিকে হত্যার দায় স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশ আল-কায়েদার (একিউআইএস) শাখা আনসার আল ইসলাম।
এর আগে ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশকে হত্যার দায় স্বীকার করেছিল সংগঠনটি। এ ছাড়া জিহাদিস্ট ফোরাম নামের একটি মনিটরিং ওয়েবসাইটে ভিডিও প্রকাশের মাধ্যমে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার প্রধান আসিম উমর ব্লগার ওয়াশিকুর রহমান, আহমেদ রাজীব হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম হত্যার দায়ও স্বীকার করেছিলেন।