সপ্তাহে চার দিন কাজ করলেই যথেষ্ট : ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
সবে মাত্র দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এখন পর্যন্ত বিশ্বের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রীর তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন তিনি। বলছি বরফের দেশ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিনের কথা। দেশের শীর্ষ আসনে আসনে বসার পর গোটা ফিনল্যান্ডবাসীকে উপহার স্বরুপ সপ্তাহে সাত দিনের মধ্যে চার দিন কর্ম দিবস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি দেশবাসীর উদ্দেশে তাঁর ঘোষণা, শুধু চারদিনই নয়, দিনে মাত্র ছয় ঘণ্টা কাজ করলেই চলবে।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী হয়েই দেশবাসীকে এমনই দারুণ উপহার দিলেন বিশ্বের সর্ব কনিষ্ঠ এই প্রধানমন্ত্রী।
এই ঘোষণার পক্ষে তাঁর বক্তব্য, সপ্তাহে মাত্র চার দিন কাজ করলেই দেশের অর্থনীতির চাকা সচলভাবে চলবে। তাতেই দেশের সার্বিক উন্নতি সম্ভব বলে দাবি করেন সানা।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি অফিসের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে, এটা তাঁদের প্রাপ্য। পাশাপাশি তাঁদের ভালোবাসার মানুষ ও শখ পূরণের জন্যও তাঁদের সময় পাওয়া দরকার। জীবনকে শুধু অফিসে কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবারের প্রতি সময় দেওয়াটাও জরুরি।’
প্রধানমন্ত্রীর এই চার দিনে মাত্র ছয় ঘণ্টা কাজের সময় ঘোষণায় কার্যত খুশির ছোঁয়া গোটা ফিনল্যান্ডবাসীর মধ্যে। তবে আগে ওই দেশটিতে সপ্তাহে পাঁচ দিন আট ঘণ্টা করে কাজ করার নিয়ম ছিল।
বলা হচ্ছে, পার্শ্ববর্তী দেশ সুইডেনকে দেখেই অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা।