বনে বেড়াতে গিয়ে তিন স্কুলছাত্রী ‘ধর্ষণের’ শিকার, আটক ৪
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্কুল থেকে বেড়াতে গিয়ে নবম শ্রেণির তিন ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় ঘাটাইল উপজেলার সাতকুয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে।
এ ঘটনায় আজ সোমবার দুপুরে এক ছাত্রীর বাবা অজ্ঞাত পাঁচ থেকে সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, ‘তিন স্কুল শিক্ষার্থী শারীরিকভাবে কিছুটা ভালো থাকলেও মানসিকভাবে তারা বিপর্যস্ত অবস্থায় রয়েছে। মেডিকেল টিম গঠন করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মামলার এজাহারে বলা হয়েছে, ‘গতকাল টাঙ্গাইলের ঘাটাইলের ওই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান ছিল। নবম শ্রেণির চার ছাত্রী স্কুলে এসে পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর দেড়টার দিকে তারা ঝড়কা এলাকায় গেলে তাদের সঙ্গে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন। পরে তারা অটোরিকশায় সাতকুয়া এলাকায় গেলে পাঁচ থেকে সাতজন অজ্ঞাত ব্যক্তি তাদের ঘিরে ফেলে।’
‘এ সময় তাদের বন্ধু হৃদয় ও শাহীনকে মারধর করে তিনজনকে ধর্ষণ করে। তাদের মধ্যে এক ছাত্রীকে একজনের ভাগ্নির মতো দেখা যায় বলে, তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রাখা হয় তাদের।’
এজাহারে আরো বলা হয়, একপর্যায়ে পালিয়ে যায় ওই ব্যক্তিরা। পরে ওই চার ছাত্রী তাদের একজনের নানির বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।