ধর্ম নিয়ে কটূক্তি : সেই শরিয়ত বয়াতির জামিন নামঞ্জুর
ইসলামবিরোধী বক্তব্য দেওয়া টাঙ্গাইলের মির্জাপুরের শরিয়ত বয়াতির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
আসামি শরিয়ত সরকারের পক্ষে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট আনিছুর রহমান হুমায়ুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এস আকবর খান জামিনের বিরোধিতা করেন। এ সময় বাদীপক্ষের কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।
টাঙ্গাইলের পিপি এস আকবর খান তথ্যগুলো নিশ্চিত করেছেন।
গত ২৪ ডিসেম্বর ধামরাই থানার রৌহাটেকের পির হেলাল শাহ ১০ম বাৎসরিক মিলনমেলায় রাতে শরিয়ত সরকার ইসলামবিরোধী বক্তব্য দেন। গত ৯ জানুয়ারি শরিয়ত বয়াতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় উপজেলার আগধল্যা গ্রামের মাওলানা মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ ওই বয়াতিকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করে। এরপর থেকে শরিয়ত বয়াতি টাঙ্গাইল জেলা কারাগারে আছেন।