১৬ আগস্ট রাবি শিক্ষক সমিতির কর্মবিরতি
প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করার প্রতিবাদ ও স্বতন্ত্র পে-স্কেল ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মহা. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে আগামী ১৬ আগস্ট (রোববার) সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন, অবস্থান ধর্মঘট ও স্বাক্ষর সংগ্রহ করা হবে।
রাবি শিক্ষক সমিতিও বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করবে। তবে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।