স্যামসাং গ্যালাক্সি এস ৬ এজ প্লাস এবং গ্যালাক্সি নোট ৫
নতুন দুটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা এলো স্যামসাংয়ের পক্ষ থেকে। প্রিমিয়াম এই ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি। গ্যালাক্সি এস ৬ এজ প্লাস এবং গ্যালাক্সি নোট ৫ মডেলের সেট দুটি রয়েছে এখন স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদার শীর্ষে।
দুটি ফোনেরই স্ক্রিন ৫.৭ ইঞ্চি। স্যামসাংয়ের বার্ষিক মুনাফা ধারাবাহিকভাবে পড়তির দিকে। বাজার চাঙ্গা করতে এবং প্রতিষ্ঠানের ব্যবসা বাড়াতে এই দুটি ফোনকে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় স্যামসাং।
প্রযুক্তি বাজার বিশ্লেষকরা বলছেন, মাঝারি দামের চীনা ফোন এবং বড় স্ক্রিনের আইফোনের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না স্যামসাং। এবার তাই বড় স্ক্রিনের স্মার্টফোন নিয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় তারা। তবে এখনো স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে বিশ্বের সেরা স্মার্টফোন স্যামসাং। যদিও তাদের অবস্থান বেশ নড়বড়ে। এ ছাড়া স্যামসাং নিয়ে এসেছে স্মার্ট ওয়ালেট সার্ভিস স্যামসাং পে। ২০ আগস্ট থেকে দক্ষিণ কোরিয়ায় চালু হবে এই সেবা।
নতুন এই দুটি স্মার্টফোনের লুক বেশ স্মার্ট। এর রয়েছে মেটাল বডি এবং পেছনে রয়েছে প্রটেক্টর গ্লাস। এতে সেট দুটিতে প্রিমিয়াম লুক আসবে বলে ধারণা স্যামসাংয়ের। তবে এখনই ইউরোপে নোট ৫ মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই স্যামসাংয়ের।
আর গ্যালাক্সি এস ৬ এজ প্লাস বানানো হয়েছে যারা ফোন এবং ট্যাবলেট অর্থ্যাৎ ফ্যাবলেট ব্যবহার করতে পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে। সেটটির পাশ বাঁকানো। নামের সঙ্গে ‘প্লাস’ জুড়ে দেওয়া হয়েছে। কারণ এর স্ক্রিন আগের মডেলগুলোর চেয়ে আকারে ০.৬ ইঞ্চি বেড়েছে। স্যামসাং বলছে নতুন সেট দুটির স্ক্রিনে সহজে স্ক্র্যাচ পড়বে না।
প্রিমিয়াম এই সেট দুটিতে রয়েছে ৪ জিবি র্যাম, তবে আগের মতোই স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ফোন দুটিতে বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। লাইভ ব্রডকাস্ট নামে একটি বাটন যোগ করা হয়েছে, যা ১০৮০ পিক্সেলের হাই রেজ্যুলেশন ইউটিউব ভিডিও বাফারিং ছাড়াই চালাতে পারবে। যোগ করা হয়েছে উন্নত প্রযুক্তির অডিও ইউএইচকিউএ ফরম্যাট।
স্যামসাং একটু আগেভাগেই এই দুই ফোনের ঘোষণা দিয়ে এগিয়ে থাকতে চায়। কারণ অ্যাপলের নতুন স্মার্টফোন বাজারে আসবে সেপ্টেম্বরের ৯ তারিখ। এই এগিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন স্যামসাং ইলেকট্রনিকসের ইউরোপিয়ান টেলিকম অপারেশন্সের ভাইস প্রেসিডেন্ট জঁ দানিয়েল আইম।
বিবিসিকে তিনি জানান, ‘অবশ্য আমরা এগিয়ে থাকতে চাই। কারণ স্মার্টফোনের বাজারে আমরা একা নই, আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে। আমাদের লক্ষ্য থাকবে শীর্ষ অবস্থান ধরে রাখা।’
আগামী ২১ আগস্ট থেকে ফোন দুটি বিক্রি শুরু হবে বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।