অপহরণের ১৪ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীর শিবপুর উপজেলা থেকে অপহরণের ১৪ দিন পর ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের জড়িত অভিযোগে মাসুম নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার মাসুমকে আদালতে সোপর্দ করে পুলিশ। এ ছাড়া আদালতের নির্দেশে উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিবপুর থানার পুলিশ ও অপহৃতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শিবপুরের উত্তর কারারচর এলাকার মাসুম বেশ কয়েকদিন ধরে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকেও জানায়। এর পরিপ্রেক্ষিতে ছাত্রীর অভিভাবকরা মাসুমকে বকাঝকা করে। এতে সে ক্ষিপ্ত হয়।
গত ৩ আগস্ট বিকেলে ওই স্কুলছাত্রী কোচিংয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় কিছু দূরে ওত পেতে থাকা মাসুমসহ তিনজন তার মুখ চেপে ধরে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।
ওই সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িসহ পালিয়ে যায়।
এ ঘটনায় গত ৬ আগস্ট রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে উত্তর কারারচর এলাকার মাসুম, তাঁর বাবা বাবুল মিয়া ও মা নাজমা বেগমকে আসামি করে শিবপুর থানায় মামলা করেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ঢাকার খিলগাঁও এলাকায় মাসুমের বোনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অপহরণের মূল হোতা মাসুমকেও গ্রেপ্তার করে পুলিশ।
নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক বলেন, আদালত আসামি মাসুমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে স্কুলছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।
অপহরণের ব্যাপারে স্কুলছাত্রীর মা বলেন, ‘অপহরণকারীরা আমার মেয়েকে হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রেখেছিল। দীর্ঘদিন একটি ঘরে আটক থাকায় সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।’