আসছে অ্যান্ড্রয়েড ‘মার্শম্যালো’
মিষ্টির দিকে গুগলের ঝোঁক একটু বেশিই দেখা যায়! অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নামগুলোয় মিষ্টির সম্পৃক্ততা সবসময়েই চোখে পড়ার মতো। সেই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণটির নামও গুগল একটি মিষ্টিজাতীয় খাবারের নামে দিয়েছে। সিএনএনের খবরে জানা গেল, অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণটির নাম দেওয়া হচ্ছে ‘মার্শম্যালো’।
অ্যান্ড্রয়েডের প্রকৌশল বিভাগের সহসভাপতি হিরোশি লকহেইমার এ বিষয়ে করেছেন চমৎকার মন্তব্য। তিনি বলেন, ‘অনেকে হয়তো মনে করছেন, নামগুলো সব ডেজার্ট ঘরানার হয়ে যাচ্ছে, কিন্তু আসলে বিষয়টা স্বাদের সাথে সম্পৃক্ত।’
তবে দেখা যাচ্ছে, স্বাদের ব্যাপারে মিষ্টির দিকেই তাদের টানা মনোযোগ! অ্যান্ড্রয়েডের সেই শুরু থেকে নামগুলো মনে করেই দেখুন না! ‘কাপকেক’, ‘ডোনাট’, ‘ইক্লেয়ার’, ‘হানিকম্ব’, ‘আইসক্রিম স্যান্ডউইচ’, ‘জেলিবিন’, ‘কিটক্যাট’। চলতি সংস্করণটির নামও কিন্তু ‘ললিপপ’!
অনেকে হয়তো অবাক হতে পারেন, কারণ এমন একটা খবর বেশ চালু ছিল যে অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণটির নাম হতে যাচ্ছে ‘ম্যাক্যাডেমিয়া নাট কুকি’, কিন্তু শেষ পর্যন্ত লম্বাচওড়া নামটা মনে ধরেনি গুগলের। তবে এই নাম ‘বদল’ সংক্রান্ত ঘটনা কিন্তু এই প্রথম নয়। ‘কিটক্যাট’-এর জায়গায় প্রস্তাবিত ছিল ‘কি লাইম পাই’। সে সময় শেষ মুহূর্তে নেসলের সাথে চুক্তিটিকেই গুরুত্ব দিয়েছে গুগল। এ ঘটনা ২০১৩ সালের।
‘মার্শম্যালো’ অপারেটিং সিস্টেমের প্রথম ঝলক ডেভেলপাররা মে মাসেই দেখিয়ে ফেলেছেন, কিছুদিন পরই এর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে। প্রতিবারের মতো এবারের সংস্করণেও নতুন কিছু বিষয় থাকছে। এর মধ্যে ‘বাগ’ সমস্যা নির্মূল এবং মাত্রাতিরিক্ত বেসিক ফিচারের ভার কমানো উল্লেখ করার মতো। এ ছাড়া ব্যাটারির আয়ু বাঁচানোর জন্যও একটি বিশেষ ফিচার থাকবে অ্যান্ড্রয়েড ‘মার্শম্যালো’ সংস্করণে।